Friday, November 15, 2019

বাংলাদেশে (ঘুষ ছাড়া ) কিভাবে নিজে নিজেই ড্রাইভিং লাইসেন্স করা যায়

একটি পরিপূর্ণ ড্রাইভিং লাইসেন্স করার প্রক্রিয়াঃ

ধাপ সমূহঃ

  1. মূল ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য আপনাকে প্রথমে "লার্নার ড্রাইভিং লাইসেন্স" বা "শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স" নিতে হবে।
  2. নির্দিষ্ট তারিখে আপনাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্ট -এ অংশ নিতে হবে। "লার্নার ড্রাইভিং লাইসেন্স" / "শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স" -এ পরীক্ষা-র তারিখ দেয়া থাকবে।
  3. উক্ত তিনটি পরীক্ষায় পাশ করলে আপনাকে মূল আবেদন ফরম পূরণ করতে হবে। মূল আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজ যেমন মেডিক্যাল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ইউটিলিটি বিল ( বিদ্যুৎ/পানি/ গ্যাস/ টেলিফোন বিল) এর কপি আপনার নির্ধারিত BRTA অফিসে জমা দিতে হবে।
  4. প্রাপ্ত রিসিভ স্লিপটি-ই আপনার ড্রাইভিং লাইসেন্স। এবার স্মার্ট কার্ড এর জন্য অপেক্ষা করতে হবে।

  Driving License : Full Process  

*** লার্নার ড্রাইভিং লাইসেন্স / শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স  করার পদ্ধতিঃ

আবেদন করার পদ্ধতিঃ
দুই ভাবে আবেদন করা যায়। 
১। BRTA অফিসে এবং
২। অনলাইন এ ।

BRTA office : Manual Application for Learner Driving License 


Online Application for Learner Driving License


১। BRTA অফিসে গিয়ে আবেদন করার পদ্ধতিঃ

প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। নির্ধারিত ফরমে আবেদন  (হাতে  লিখে পূরণ করতে হবে )।
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট  ।৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি ।
৪। ইউটিলিটি বিল ( বিদ্যুৎ/পানি/ গ্যাস/ টেলিফোন বিল ) 
এর সত্যায়িত ফটোকপি ।
৫। টাকা জমা দানের রশিদ ( ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা ও ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে ) ।
৬। সদ্য তোলা ০৩ কপি স্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি  ।

আবেদন ফরম অনলাইন ডাউনলোড লিংকঃ  http://bit.ly/2OeVsVI
মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড লিংকঃ  http://bit.ly/2XpB8oQ

২। অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। ৩০০x৩০০ স্ক্যান করা ছবি।
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট  এর স্ক্যান কপি ।
৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত স্ক্যান কপি ।
৪। ইউটিলিটি বিল ( বিদ্যুৎ/পানি/ গ্যাস/ টেলিফোন বিল) এর স্ক্যান কপি 


আবেদন করার পদ্ধতিঃ
১। রেজিস্ট্রেশন লিংকঃ  http://bsp.brta.gov.bd/  । এই লিংকে গিয়ে আপনি নিজের তথ্য দিয়ে  রেজিস্ট্রেশন  সম্পন্ন করুন।
২। লার্নার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করুন।
৩। অনলাইনে রকেট / বিকাশে / ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিন। 

*** মূল ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য আবেদনঃ

প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। মূল আবেদন পত্র
২।  রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট  ।
৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি ।
৪। ইউটিলিটি বিল 
এর সত্যায়িত ফটোকপি ।

৫। ৩ কপি পাসপোর্ট সাইজ এর ছবি এবং ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি ।

আবেদন করার পদ্ধতিঃ

১। সরাসরি অফিসে গিয়ে পূরণকৃত আবেদন ফরম জমা দিতে হবে ।
২। সাথে প্রয়োজনীয় কাগজ পত্র গুলো।

মূল আবেদন পত্র ডাউনলোড লিংকঃ   http://bit.ly/2qW2feS