একটি পরিপূর্ণ ড্রাইভিং লাইসেন্স করার প্রক্রিয়াঃ
ধাপ সমূহঃ
- মূল ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য আপনাকে প্রথমে "লার্নার ড্রাইভিং লাইসেন্স" বা "শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স" নিতে হবে।
- নির্দিষ্ট তারিখে আপনাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্ট -এ অংশ নিতে হবে। "লার্নার ড্রাইভিং লাইসেন্স" / "শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স" -এ পরীক্ষা-র তারিখ দেয়া থাকবে।
- উক্ত তিনটি পরীক্ষায় পাশ করলে আপনাকে মূল আবেদন ফরম পূরণ করতে হবে। মূল আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজ যেমন মেডিক্যাল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ইউটিলিটি বিল ( বিদ্যুৎ/পানি/ গ্যাস/ টেলিফোন বিল) এর কপি আপনার নির্ধারিত BRTA অফিসে জমা দিতে হবে।
- প্রাপ্ত রিসিভ স্লিপটি-ই আপনার ড্রাইভিং লাইসেন্স। এবার স্মার্ট কার্ড এর জন্য অপেক্ষা করতে হবে।
Driving License : Full Process |
*** লার্নার ড্রাইভিং লাইসেন্স / শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতিঃ
আবেদন করার পদ্ধতিঃদুই ভাবে আবেদন করা যায়।
১। BRTA অফিসে এবং
২। অনলাইন এ ।
BRTA office : Manual Application for Learner Driving License |
Online Application for Learner Driving License |
১। BRTA অফিসে গিয়ে আবেদন করার পদ্ধতিঃ
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। নির্ধারিত ফরমে আবেদন (হাতে লিখে পূরণ করতে হবে )।
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট ।৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি ।
৪। ইউটিলিটি বিল ( বিদ্যুৎ/পানি/ গ্যাস/ টেলিফোন বিল ) এর সত্যায়িত ফটোকপি ।
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট ।৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি ।
৪। ইউটিলিটি বিল ( বিদ্যুৎ/পানি/ গ্যাস/ টেলিফোন বিল ) এর সত্যায়িত ফটোকপি ।
৫। টাকা জমা দানের রশিদ ( ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা ও ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে ) ।
৬। সদ্য তোলা ০৩ কপি স্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি ।
৬। সদ্য তোলা ০৩ কপি স্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি ।
আবেদন ফরম অনলাইন ডাউনলোড লিংকঃ http://bit.ly/2OeVsVI
মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড লিংকঃ http://bit.ly/2XpB8oQ২। অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
প্রয়োজনীয় কাগজপত্রঃ১। ৩০০x৩০০ স্ক্যান করা ছবি।
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এর স্ক্যান কপি ।
৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত স্ক্যান কপি ।
৪। ইউটিলিটি বিল ( বিদ্যুৎ/পানি/ গ্যাস/ টেলিফোন বিল) এর স্ক্যান কপি ।
আবেদন করার পদ্ধতিঃ
১। রেজিস্ট্রেশন লিংকঃ http://bsp.brta.gov.bd/ । এই লিংকে গিয়ে আপনি নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।২। লার্নার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করুন।
৩। অনলাইনে রকেট / বিকাশে / ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিন।
*** মূল ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য আবেদনঃ
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। মূল আবেদন পত্র
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট ।
৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি ।৪। ইউটিলিটি বিল এর সত্যায়িত ফটোকপি ।
৫। ৩ কপি পাসপোর্ট সাইজ এর ছবি এবং ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি ।
আবেদন করার পদ্ধতিঃ
মূল আবেদন পত্র ডাউনলোড লিংকঃ http://bit.ly/2qW2feS
আবেদন করার পদ্ধতিঃ
১। সরাসরি অফিসে গিয়ে পূরণকৃত আবেদন ফরম জমা দিতে হবে ।
২। সাথে প্রয়োজনীয় কাগজ পত্র গুলো।